খাদি কাপড়ের তৈরি সাদা – কালো পোশাক
শুরু হয়েছে ভাষার মাস। এই মাসটিকে কেন্দ্র করে বাংলা একাডেমি আয়োজন করে থাকে মাসব্যাপী বই মেলার। এছাড়া দেশের অন্যান্য জেলাগুলোতেও জেলা প্রশাসনের উদ্যোগে বই মেলার আয়োজন করা হয়। যেখানে সব বয়সী সাধারণ মানুষের আগমন ঘটে নিজের পছন্দের বইটি কেনার জন্য এবং সেই সাথে বই মেলায় ঘুরে ঘুরে বিভিন্ন বই দেখার জন্য।
তাই স্বাভাবিকভাবেই প্রতি বছর এই মাসকে ঘিরে পোশাকের বাজারে আলাদা একটি চাহিদা তৈরি হয়। আর পোশাকের এই চাহিদার মধ্যে প্রাধান্য পায় সাদা-কালো রঙের মিশেলে তৈরি পোশাক। কারন এ সময় ক্রেতাদের মধ্যে সাদা-কালো পোশাকের চাহিদা থাকে বেশি। আবার সেই সাথে এই সময় ক্রেতারা দেশীয় পোশাকেই মূলত বেশি প্রাধান্য দিয়ে থাকে।
ক্রেতাদের এই চাহিদার কথা মাথায় রেখেই উদ্যোক্তারা ডিজাইনে যেমন পরিবর্তন নিয়ে আসে তেমনি রঙের দিকটাও মাথায় রেখে কাজ করে থাকে।
খাদি কাপড়ের সৌন্দর্য কিন্তু সাদা খাদিতে। কারন শুরু দিকে মূলত সাদা খাদিই তৈরি করা হতো অর্থাৎ সাদা রঙের খাদি চাদর। ভাষার মাস উপলক্ষে খাদি উদ্যোক্তারা খাদি কাপড়ের তৈরি পোশাকে নানা ধরনের ফিউশন নিয়ে আসতে পারে। শাড়ি এবং পাঞ্জাবীর সাথে অন্যান্য পোশাকেও সাদা-কালোর কম্বিনেশনে বিভিন্ন ডিজাইনের পোশাক তৈরি করে ক্রেতার চাহিদা মেটাতে পারে। যেমন ঃ সাদা খাদি শাড়িতে কালো রঙের ব্লক, বাটিক, হ্যান্ডপেইন্ট এড করে তা এই সময়ের জন্য উপযোগী করে তুলতে পারে। পোশাক তৈরিতে এবং চাহিদা বৃদ্ধিতে আমাদেরকে প্রতিটি সুযোগ কাজে লাগাতে হবে যেন দেশীয় পোশাকের কদর বৃদ্ধি পায়। তাই ভাষার মাসটিকে আমরা দেশীয় পণ্যের প্রচারে কাজে লাগাতে পারি।