খাদি ও গ্রীন বিজনেস
সহজ কথায় গ্রীন বিজনেস হচ্ছে টেকসই বিজনেস। আর টেকসই ব্যবসার একটি বড় উদ্যোগ হলো পণ্যের উৎপাদনে যেন পরিবেশের কোনরূপ ক্ষতি না হয় সেদিকে লক্ষ্য রাখা। বর্তমানে গ্রীন বিজনেস নিয়ে আশা আপুর মাধ্যমে অনেক কিছু জানতে পারছি এবং এতে করে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা উঠে এসেছে তা হচ্ছে গ্রীন বিজনেসের অগ্রসরতায় ভুমিকা রাখতে পারে আমাদের দেশীয় পণ্য। বিশেষ করে তাঁতে তৈরি পণ্য।
একজন খাদি উদ্যোক্তা হিশেবে দেশীয় ঐতিহ্য হাতে বুনা খাদি নিয়ে কাজ করার মাধ্যমে এই শিল্পের সম্ভাবনা সম্পর্কে জানতে পেরেছি। আর গ্রীন বিজনেসের সাথে বা সাসটেইনেবল বিজনেসের অগ্রযাত্রায় খাদি শিল্প ভুমিকা রাখতে পারে। কারন হাতে বুনা খাদি তৈরিতে কোন ধরনের পরিবেশ বিপর্যয়ের সুযোগ নেই।
তাই আমরা যারা খাদি উদ্যোক্তা রয়েছি তারা খাদি শিল্প কিভাবে গ্রীন বিজনেস হিশেবে গড়ে উঠতে পারে এনিয়ে আলোচনা করতে পারি। সবার আলোচনার মাধ্যমে খাদি শিল্পের সাথে গ্রীন বিজনেসের যাবতীয় দিক উঠে আসবে।