অনলাইন উদ্যোক্তাদের দক্ষতা খাদি পণ্যের প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে
রাজিব স্যার সব সময় বলেন ই-কমার্স শিক্ষিত লোকের ইন্ডাস্ট্রি। এখানে যে যত দক্ষ হবে সেই টিকে থাকবে। ২০১৯ সাল থেকে উদ্যোক্তাদের দেশি পন্য নিয়ে কাজ করতে স্যার সব সময় উৎসাহ দিয়ে আসছেন এবং সেই সাথে স্কিল ডেভেলপমেন্টের কথা বলছেন। কারন একজন উদ্যোক্তা যত দক্ষ হবে ততই সে তার পণ্যের প্রচার বৃদ্ধির পাশাপাশি বাজারে সেই পণ্যের একটি টেকসই অবস্থান নিশ্চিত করতে পারবেন।
একজন খাদি উদ্যোক্তা হিশেবে এই বিষয়টি আমি প্রতি পদে পদে উপলব্ধি করতে পারছি। কারন অনলাইন উদ্যোগ পরিচালনার জন্য আমাকে একটি পেইজ, একটি গ্রুপ, ওয়েবসাইট এবং আমার নিজস্ব পার্সোনাল প্রোফাইল সুন্দরভাবে পরিচালনা করতে হচ্ছে যেন তাতে করে সাধারণ ক্রেতা খাদি সম্পর্কে জানতে পারে। সেই সাথে নিজ পণ্যের কন্টেন্ট তৈরিতে আমাকে খাদি নিয়ে জানতে হচ্ছে এবং এর ফলে খাদির সম্ভাবনাগুলো সবার সামনে তুলে ধরতে পারছি। এই সবকিছু সম্ভব হচ্ছে নিজের দক্ষতা বৃদ্ধি মাধ্যমে।
খাদির প্রতিটি অনলাইন উদ্যোক্তা যদি নিজ নিজ দক্ষতা উন্নয়নে সময় দিয়ে থাকেন তাহলে দিনশেষে সেটা আমাদেরি লাভ কারন খাদির প্রচার হবে। আর অনলাইনে খাদির প্রচার মানেই ই-কমার্সে খাদি পণ্যের প্রচারণা বৃদ্ধি পাবে যা অনলাইনে ক্রেতা তৈরিতে সহায়তা করবে।