দেশীয় পণ্যের প্রচারে মিডিয়ার ভুমিকা
আমাদের দেশীয় পণ্যের প্রচারে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে পারে দেশের মিডিয়াগুলো। এর প্রমাণ আমরা গতকাল থেকে দেখছি। নাটোরের কাঁচাগোল্লা জি আই হতে যাচ্ছে এই শিরোনামে দেশের প্রথম সারির মিডিয়া থেকে শুরু করে অনেক মিডিয়া এনিয়ে নিউজ করেছে। এমনকি কোলকাতার পত্রিকায় এনিয়ে নিউজ হয়েছে। এর ফলে আমাদের দেশীয় ঐতিহ্য নাটোরের কাঁচাগোল্লা এখন সবার মুখে মুখে। এতে করে দেশীয় পণ্যের কথা সাধারণ মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। যদি প্রতিটি জেলায় তাদের নিজ নিজ জেলা প্রশাসনের উদ্যোগে এমন কাজ হাতে নেয়া হয় তাহলে সেটা বিশাল একটি বিষয় হয়ে দাঁড়াবে আমাদের দেশীয় পণ্যের প্রচারের ক্ষেত্রে। সেই সাথে দ্রুত জি আই ট্যাগ পেতেও সুবিধা হবে।
দেশীয় পণ্য নিয়ে মিডিয়ার এই ভুমিকা আরও জোরদার করা উচিৎ। যেন প্রতিটি জেলার পণ্য নিয়ে সাধারণ মানুষ জানতে পারে। এতে করে আগামী এক বছরে আমাদের দেশীয় পণ্য নিয়ে কাজ করতে আগ্রহী উদ্যোক্তাদের যেমন মনবল তৈরি হবে তেমনি দেশের সুনাম সর্বত্র ছড়িয়ে পড়বে।