দেশি পণ্যের ই-কমার্স নিয়ে যত বেশি আলোচনা হবে ততই দেশি পন্য দেশের সব জেলায় ছড়িয়ে পড়বে। এর ফলে সব জেলায় দেশি পণ্যের ক্রেতাও তৈরি হবে। ক্রেতাদের চাহিদা মেটাতে প্রয়োজন দেশি পণ্যের জেলা ভিত্তিক উদ্যোক্তা। দেশীয় পণ্যের মধ্যে খাদি অন্যতম। দিন দিন বিভিন্ন জেলায় খাদির ক্রেতা তৈরি হচ্ছে। তাই জেলা ভিত্তিক খাদি উদ্যোক্তা প্রয়োজন। কুমিল্লা জেলার বাহিরে যত বেশি খাদি উদ্যোক্তা গড়ে উঠবে ততই খাদির প্রচার বৃদ্ধি পাবে। এর ফলে উদ্যোক্তাদের মধ্যে বি২বি বিজনেসের প্রয়োজনীয়তা বৃদ্ধি পাবে। একজন খাদি উদ্যোক্তা হিসেবে গত দুই বছরে ঢাকার বাহিরে অনেক খাদি উদ্যোক্তা গড়ে উঠেছে। আশা করি আগামীতে দেশের প্রতিটি জেলায় খাদি উদ্যোক্তা গড়ে উঠবে এবং দেশি পণ্যের ই-কমার্সে খাদি পণ্যের উদ্যোক্তাদের অংশগ্রহণ মাধ্যমে খাদির জেলা ভিত্তিক প্রচার বৃদ্ধিতে সহায়তা করবে।

Similar Posts

উদ্যোক্তাদের খাদি শালের প্রচার করতে হবে।
আমাদের দেশীয় পণ্যগুলো জনপ্রিয় করে তুলতে হলে প্রয়োজন পণ্যের পর্যাপ্ত পরিমাণ কন্টেন্ট। বর্তমানে যেকোন ওয়েভের মাধ্যমে আমাদের চেষ্টা থাকে সেই পণ্যের উপর বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করে প্রচারণা বৃদ্ধি করা। দেশীয় শালের ওয়েভেও আমরা তাই করছি। শালের ওয়েভে অন্যান্য শালগুলোর মধ্যে খাদি শাল অন্যতম। খাদি শালের সাথে এদেশের মানুষের নিবিড় এক সম্পর্ক রয়েছে। বিশেষ করে…

দেশি পণ্যের সিলেবাস খাদির জন্য সুফল বয়ে নিয়ে আসবে।
নিগার আপুর দেশি পণ্যের সিলেবাসে দেশের সব জেলার পণ্যগুলো ক্যাটাগরি আকারে দেয়া আছে। যার ফলে সব জেলার পণ্যগুলো সম্পর্কে বিভিন্ন তথ্য একসাথে আমরা একটা সিলেবাসের মধ্যে পেয়ে যাচ্ছি। যদিও কোন কিছু বাদ থেকে থাকে তাহলে আস্তে আস্তে সেগুলো সংযুক্ত করা হবে। এসব পণ্যের সাথে কুমিল্লা জেলার ঐতিহ্যবাহী খাদি পণ্যও রয়েছে। শত বছরের ঐতিহ্যবাহী এই খাদি…

দেশীয় খাদির ব্যবহার বৃদ্ধিতে দৈনন্দিন জীবনে খাদির ব্যবহার বাড়াতে হবে।
খাদি এমন একটি কাপড় যা দিয়ে সব ধরনের জিনিস তৈরি করা যায়। এই কাপড় দিয়ে যেমন হোম ডেকরের জিনিসপত্র তৈরি করা যায় তেমনি পরিধেয় পোশাকও তৈরি করা যায়। হোম ডেকরের পণ্য হিসেবে প্রতিদিন ব্যবহার্য বিছানার চাদর, পর্দা, কুশন কভার ইত্যাদি জিনিসপত্রের ব্যবহার বৃদ্ধি করা যেতে পারে। এইসব কিছুই আমাদের দৈনন্দিন জীবনে আমরা ব্যবহার করে থাকি।…

খাদি পণ্যের সঠিক বাজার ব্যবস্থা গড়ে তুলতে হবে।
খাদি পণ্যের সঠিক বাজার ব্যবস্থা গড়ে তুলতে হবে পণ্যের উৎপাদন বৃদ্ধি করতে হলে এর বাজার ব্যবস্থা নিয়ে পরিকল্পিতভাবে কাজ করতে হবে। কারন একটি পণ্য শুধু উৎপাদন করাই শেষ কাজ নয়। পণ্যটি তখনি গুরুত্ব পাবে যখন পণ্যের বাজার ব্যবস্থা গড়ে উঠবে। এর জন্য সব পণ্যের সঠিক বাজার ব্যবস্থা গড়ে তুলতে হবে। খাদি সম্পর্কে কম-বেশি আমরা সবাই…

জেলা পর্যায়ে খাদির প্রচারে জেলা ভিত্তিক উদ্যোক্তা প্রয়োজন।
একটি নির্দিষ্ট জেলা ভিত্তিক পণ্যের প্রচার সব জেলায় ছড়িয়ে দিতে প্রয়োজন জেলা ভিত্তিক উদ্যোক্তা। যখন সব জেলায় উদ্যোক্তা গড়ে উঠবে তখন পণ্যের প্রচার সব যায়গায় ছড়িয়ে পড়বে। খাদি পণ্যের প্রচারেও জেলা ভিত্তিক উদ্যোক্তা প্রয়োজন। খাদি বলতেই আমাদের মাথায় প্রথমে যে বিষয়টা আসে তা হলো কুমিল্লা জেলার নাম। অর্থাৎ খাদি এই জেলার ঐতিহ্য হিসেবে পরিচিত। তবে…

Khadi clothing items for every season
While promoting khadi, we have to consider the relationship between khadi clothes and weather. Then our promotion will be successful. Many of us know that khadi is basically a thick cloth for which it cannot be worn all the time. However, machine made khadi fabric are lighter and thinner. On the other hand, hand woven…