খাদি কাপড়কে র-মেটেরিয়াল হিসেবে অনেক হ্যান্ডপেইন্ট উদ্যোক্তা ব্যবহার করে থাকেন। এতে যেমন হ্যান্ডপেইন্টে রঙের সৌন্দর্য ফুঁটে উঠে তেমনি একজন উদ্যোক্তার সাথে আরেকজন উদ্যোক্তার বি২বি বিজনেসের সম্পর্কও তৈরি হয় যা খাদি এবং হ্যান্ডপেইন্ট দুইটার চাহিদা বৃদ্ধিতে সহায়তা করছে। যারা হ্যান্ডপেইন্ট করে তাদের কাছ থেকে খাদির উপর হ্যান্ডপেইন্ট করা যে কতটা কার্যকরী সেই সম্পর্কে ভালো ফিডব্যাক পাওয়া গেছে।
আমার উদ্যোগের তিনমাসে যদি আমি তামান্না আপুর কথা বলি তাহলে তিনি খাদির উপর হ্যান্ডপেইন্ট নিয়ে কাজ করেছেন যা সবার কাছে সাড়া ফেলেছিল। যেমন কাকলি আপুর পরিবারের জন্য শাড়ি এবং পাঞ্জাবীতে হ্যান্ডপেইন্ট করা কাজটি সবার নজর কেড়েছে। এতে যেমন খাদির প্রচার বৃদ্ধি পেয়েছে তেমন তামান্না আপুর হ্যান্ডপেন্টের কাজও প্রশংসা পেয়েছে। তাই আমি মনে করি যারা হ্যান্ডপেইন্ট নিয়ে কাজ করছে তারা মেটেরিয়াল হিসেবে খাদি কাপড়কে বেছে নিতে পারে। এতে একি সাথে দুটি পণ্যের প্রচার বৃদ্ধি পাবে যা বাজার বৃদ্ধিতে সহায়তা করবে।