Although we heard the name “Khadi” many of us do not know where and how this name originated. Since 1921, during the time of the Swadeshi Movement, local leaders, businessmen and many renowned personalities urged common people to purchase clothes made by local weavers and cloth manufacturers and everyone responded to that call. At that time, khadi making started at the Cumilla Monastery established by Mahatma Gandhi. Back then an eight yard long dhoti was sold for only five cents. The writings of the late Parimal Dutt, a renowned Tagore song analyst and volunteer worker of the monastery, revealed that the clothe had huge demands which became very difficult for the monastery to fulfill. Holes had been dug under foot paddles of the weaving machine to speed up the production. Clothes produced from this hole was called “Khadi.” This is the reason behind the origin of the name Khadi. From there the weaving industry of Cumilla gradually came to be known as Khadi or Khaddar.

Similar Posts

Making a podcast on Khadi
Many of us know about podcasts, but to put it simply, a podcast is an audio clip on a particular topic. Podcasts are a lot like radio. The use of technology is increasing day by day. In this age of technology, we have to increase the usage of technology to promote products and services. People…

খাদির অভ্যন্তরীণ বাজার ব্যবস্থা বৃদ্ধি করতে হবে
মানুষের মৌলিক অধিকারের মধ্যে বস্ত্র গুরুত্বপূর্ণ একটি বিষয়। সব শ্রেণীর মানুষের বস্ত্রের প্রয়োজন রয়েছে। নিজস্ব আয়-ব্যয়ের হিসাব মতে এতে পার্থক্য লক্ষ্য করা যায় কিন্তু প্রয়োজন সবার সমান। ২০২১ সালের জরিপ মতে দেশে প্রতি বছর বস্ত্রের চাহিদা রয়েছে প্রায় আড়াই হাজার মিলিয়ন মিটার। এই চাহিদার বিপরীতে দেশে তৈরি উৎপাদিত বস্ত্রের পরিমাণ প্রায় ১ হাজার ৭০০ মিলিয়ন…

Khadi made of spinning wheel yarn will help protect the environment from disasters
When the name Khadi is mentioned the scene of weaving cloth by hand comes to everyone’s mind. The spinning wheel while making yarn, makes a knocking sound as it gives away the busy day of the weavers. With time, industrial revolution happened and machine made clothes supplanted the spinning wheel. This increased the cloth production…

দেশীয় খাদি শিল্পকে এগিয়ে নিতে প্রয়োজন সুদূরপ্রসারী পরিকল্পনা ও সুষ্ঠু তত্বাবধান।
দেশীয় খাদি কাপড় যেমন এ দেশের ঐতিহ্যের একটি অংশ একই সাথে এই দেশের ভিন্ন আবহাওয়ায় তৈরি বলে খাদি কাপড়ের রয়েছে ভিন্ন ও স্বতন্ত্র বৈশিষ্ট্য। শীত হোক কিংবা গরম, তাপ পরিবাহী খাদি কাপড় যেকোন ঋতুতেই ব্যবহার উপযোগী। যেমন এবছর শীত শুরুর আগে থেকেই অনলাইনে খাদি শালের ব্যাপক চাহিদা আমরা লক্ষ্য করেছি। তেমনি গ্রীষ্মের তাপদাহেও আরামদায়ক খাদি…

খাদির ওয়েস্টার্ন ড্রেস নিয়ে কাজ করতে হবে।
আমাদের পাশের দেশ ভারতের কথা যদি বলে সেখানে খাদির বাণিজ্যিক সম্ভাবনা তৈরি হওয়ার পেছনে একটি কারন হচ্ছে তারা সময়ের সাথে সাথে খাদিতে পরিবর্তন নিয়ে এসেছে। সেখানকার কালচারের সাথে আমাদের অনেক কিছু অমিল থাকলেও কিছু কিছু মিল রয়েছে। যেমনঃ পোশাকের কথা যদি বলি তাহলে তারাও আমাদের মতো শাড়ি, পাঞ্জাবী, থ্রি – পিস, কুর্তি ইত্যাদি পরে থাকে।…

রোজার ইদের খাদি পোশাক নিয়ে এখন থেকেই কাজ করতে হবে।
আর কয়েকমাস পরেই রোজা শুরু হয়ে যাবে এবং তারপরেই ইদ। এ সময় আমাদের দেশে বিপুল পরিমাণ পোশাকের চাহিদা থাকে। তাই ইদকে সামনে কি ধরনের খাদি পোশাক নিয়ে কাজ করা যায় এনিয়ে এখন থেকেই প্ল্যানিং করতে হবে। গত ইদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবারের ইদে কি ধরনের পরিবর্তন আনা যেতে পারে সে বিষয়গুলো নিয়ে এখন থেকেই কাজ…