অনলাইনে দেশি পণ্যের প্রচার খাদির আদি রূপ ফিরিয়ে আনতে সাহায্য করছে।
অনলাইনে দেশি পণ্যের প্রচার খাদির আদি রূপ ফিরিয়ে আনতে সাহায্য করছে খাদির নাম শুনেনি এদেশে এমন মানুষ নেই বলেলেই চলে। কারন এই খাদির সাথে মিশে আছে অধিকার আদায়ের লড়াই। স্বদেশী আন্দোলনে দেশীয় পোশাক ব্যবহার এবং বিদেশি পোশাক বর্জন ছিল আন্দোলনের ভাষা। সেই থেকে আজ অব্দি এই উপমহাদেশ ভাগ হওয়ার পরেও প্রতিটি দেশে খাদির আলাদা কদর…