জেলা শহরে খাদির আলাদা শো-রুম গড়ে তোলা প্রয়োজন।
খাদি বলতেই প্রথমে আমাদের মনে আসে কুমিল্লা জেলার কথা। যেমনিভাবে জামদানির নাম আসলেই সেখানে নারায়ণগঞ্জ জেলার কথা চলে আসে। কিন্তু এসব ঐতিহ্যবাহী পণ্যের ক্রেতা কিন্তু রয়েছে দেশের প্রতিটি জেলায়। সমস্যা হচ্ছে এমন অনেক ক্রেতা রয়েছেন যারা জামদানি নিয়ে জানলেও খাদি নিয়ে তেমন জানেন না। তবে বর্তমান অবস্থার দিকে তাকালে এদিকে আমরা কিছুটা পরিবর্তন লক্ষ্য করতে…