খাদি হিজাব সুতি হওয়াতে যে ধরনের সুবিধা পাওয়া যায়
যারা মূলত হিজাব পরে থাকেন তারা সব সময় চিন্তা করেন আরামদায়ক হিজাবের কথা। এক্ষেত্রে তারা বেশিরভাগ সময় সুতি হিজাব বেছে নেন। স্কুল বা কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা দিনের অনেকেটা সময় বাহিরে থাকেন তাই তারা হিজাব পরার জন্য সব সময় সুতি হিজাবকে বেশি প্রাধান্য দিয়ে থাকেন। এছাড়া অফিসগামী নারী হোক বা কোথাও ঘুরতে যাওয়ার জন্য হোক যদি বেশি সময় লাগে তাহলে সুতি কাপড়ের হিজাবি বেশি ব্যবহার করেন।
এদিক থেকে আমাদের দেশীয় হিজাবের মধ্যে সুতি খাদি হিজাবগুলোর ব্যবহার বৃদ্ধি করা যেতে পারে। খাদি কাপড় পরতে সব সময় আরামদায়ক। আর এটি খাদির বৈশিষ্ট্য। এছাড়া খাদি হিজাবগুলো সুতি হওয়াতে খুব সহজে যেকোনো স্টাইলে হিজাব পরতে সুবিধা এবং সারাদিন পরে থাকার জন্য এই হিজাব উপযুক্ত। আর যেহেতু এখন গরম বেশি তাই স্বাভাবিকভাবেই ঘাম বেশি হয় আর হিজাব পরলেতো আরও বেশি হয়। এই অসুবিধা দূর করতে সুতি খাদি কাপড়ের হিজাবের তুলনা হয় না কারন খাদি কাপড় সহজ ঘাম শুষে নেয়। এতোসব সুবিধার কথা মাথায় রেলহে
আমাদেরকে চেষ্টা করতে হবে দেশে যে হিজাবের চাহিদা রয়েছে সেখানে খাদি হিজাবের চাহিদা কিভাবে বৃদ্ধি করা যায় সেদিকে নজর দেয়ার।