গ্রামীণ অর্থনৈতিক উন্নয়নে হাতে বুনা খাদির চাহিদা বৃদ্ধি করতে হবে।
বর্তমানে হাতে বুনা খাদি থেকে মেশিনে তৈরি খাদির ব্যবহার দেখা যাচ্ছে বেশি। এর প্রধান দুটি কারন হচ্ছে মেশিনে তৈরি খাদি কম সময়ে অধিক পরিমাণে উৎপাদন করা যায়। অন্যদিকে মেশিনে তৈরি খাদি পাতলা হয়। যার জন্য বর্তমানে হাতে বুনা খাদির ব্যবহার কমে যাচ্ছে। কিন্তু এর ফলে গ্রামে যাদের হাতে বুনা খাদি ছিল অর্থ আয়ের মূল উৎস…