হাতে বুনা খাদির চাহিদা বৃদ্ধিতে খাদি শাল।
খাদি বলতেই আগে আমরা বুঝতাম চরকায় তৈরি করা খাদি। কিন্তু বর্তমানে ক্রেতার চাহিদা অনুযায়ী মেশিন মেইড খাদির ব্যবহারও বেড়েছে। এর কারন হাতে বুনা খাদি মোটা হয়। তবে মোটা হলেও হাতে বুনা খাদি অনেক আরামদায়ক যা অনেকেই জানেন না। মোটা কাপড় শুনলেই তাদের মনে হয় এতে অনেক গরম অনুভূত হবে। এই বিষয়গুলো এখন আমরা অনেকেই জানি।…