কুমিল্লার খাদি কেন আলাদা?
দেশের বিভিন্ন জেলায় খাদি তৈরি হলেও কুমিল্লা জেলায় তৈরি খাদির গুরুত্ব সব সময় আলাদা। এর মূল কারন যদি বলি তা হচ্ছে এই জেলা থেকেই শুরু হয়েছিল খাদি তৈরির যাত্রা।
খাদি নিয়ে তথ্য সংগ্রহ করতে যেয়ে বিভিন্ন তাঁতি এবং মহাজনদের কাছ থেকে তাদের অভিজ্ঞতা সম্পর্কে জানতে পারছি এবং তারা যে তথ্য দিচ্ছে সবাই কুমিল্লার খাদি আলাদা হওয়ার পেছনে এই জেলায় খাদি তৈরিতে দক্ষ জনবলের কথা তুলে ধরছেন। অন্য জেলায় খাদি তৈরি হলেও এই জেলায় মূলত হাতে তৈরি খাদি বেশি গ্রহণযোগ্যতা পায়। কারন খাদি তৈরির পেছনে যে মানুষগুলোর হাত রয়েছে প্রথমে তাদেরকে শিখিয়ে নিয়ে তারপর তাদের দিয়ে কাজ করানো হয়। তাই দক্ষ হাতে তৈরি হওয়া খাদির চাহিদাও আলাদা হয়ে থাকে।
এখানকার মহাজন এবং তাঁতিরা তাদের পূর্বপুরুষদের কাছ থেকে এই কাজ শিখে তা আবার অন্যদের শিখিয়ে নিজেরা বছরের পর বছর এই শিল্পের সাথে জড়িয়ে আছে এবং অন্য অনেকের কর্মসংস্থান তৈরিতে সাহায্য করছে। বিশেষ করে গ্রামীণ নারীদের কর্মসংস্থান তৈরি হচ্ছে খাদি তৈরির এসব ফার্মে যা গ্রামীণ অর্থনৈতিক উন্নয়নেও সহায়তা করছে।
অর্থাৎ এই জেলার তৈরি খাদি আলাদা হওয়ার পেছনে এখান থেকে খাদি তৈরির প্রচলন শুরু হওয়ার সাথে সাথে খাদি শিল্পকে সামনে এগিয়ে নিয়ে যেতে যেসব ট্রেনিং সেন্টার খোলা হয়েছে সেখানে প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে একেকজন খাদি তৈরিতে দক্ষ জনবলে পরিণত হচ্ছে। তাই সবদিক চিন্তা করলে কুমিল্লা জেলায় তৈরি খাদির বিশেষত্ব খুঁজে পাওয়া সহজ হয়।